বুধবার, ২০২৫ মে ০৭, ২৪ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

‘দুই মাসের মধ্যে সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০১, ০২:২৪ অপরাহ্ন
#

দুই মাসের মধ্যে কেবল অপারেটিং সিস্টেম ও সম্প্রচার মাধ্যমকে পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
 
তিনি বলেন, কেবল অপারেটিং সিস্টেম ও সম্প্রচার মাধ্যমকে পুরোপুরি ডিজিটালাইজ করতে দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
 
তথ্যমন্ত্রী বলেন, আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটাল সেট টপ বক্স ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে আগামী ১ জুনের মধ্যে বিভাগীয় শহর ও জেলা শহরে ডিজিটাল সেট টপ বক্স স্থাপন করতে হবে। অপারেটররা যথাসময়ে সেট টপ বক্স সরবরাহ করবে। অন্যথায় বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video