বৃহস্পতিবার, ২০২৫ মে ০১, ১৮ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

‘বেহেস্তে আছি’ মন্তব্যের ব্যাখ্যায় যা বললেন মোমেন


প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ১৩, ১০:২১ অপরাহ্ন
#

‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি’। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমসহ সারাদেশের এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অনেকে এনিয়ে ব্যাঙ্গও করছেন। 

এমন পরিস্থিতির মধ্যেই একদিনের মাথায় নিজের মন্তব্য নিয়ে কাছে ব্যাখ্যা দিয়েছেন আব্দুল মোমেন। তিনি দাবি করেছেন, তার বক্তব্য সাংবাদিকরা প্যাঁচ লাগিয়ে বা বাকিয়ে পরিবেশন করেছে। তার বক্তব্য সাংবাদিকরা ‘টুইস্ট করেছেন’ বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে গেলে তিনি ‘বেহেস্তে আছি’ প্রসঙ্গটির অবতারণা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে- একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বৈশ্বিক মন্দার কারণে কিছুটা সংকটে আছি ঠিক, কিন্তু আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।

মোমেন বলেন, আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়) ভালো আছি। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’। মানে টুইস্ট করা হয়েছে।

তখন উপস্থিত সাংবাদিকরা বলেন, আপনি গতকাল যা বলেছেন, তাই অন-এয়ার হয়েছে।

এরপর মোমেন বলেন, মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, তুরস্কে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলংকায় ১৫০ ভাগ, আর আমাদের মুদ্রাস্ফীতি মাত্র ৭ ভাগ। 

তিনি বলেন, আমি বলেছি অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এ কথা বলেছিলাম। কিন্তু আপনারা এক্কেবারে উল্টা! যাই হোক।

সিলেট জেলা পরিষদ আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন মোমেন। সেখান থেকে বেরিয়েই তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video