বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
বাণিজ্য বাণিজ্য

স্টক এক্সচেঞ্জের পয়েন্টের পতন বিনিয়োগকারীদের আবারো হতাশায়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ এপ্রিল ০৩, ০৩:২৮ অপরাহ্ন
#
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় মার্চের ১০ তারিখে প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৫৬৩ পয়েন্টে, যা বৃহস্পতিবার (১ এপ্রিল) লেনদেন শেষে অবস্থান নিয়েছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। অর্থাৎ গত তিন সপ্তাহে সূচকটি প্রায় ৩০০ পয়েন্ট হারিয়েছে। আর এ সময়ে প্রায় ৯০০ কোটি টাকার দৈনিক লেনদেন ঠেকেছে সাড়ে ৪০০ কোটির ঘরে। যদিও গত সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্সে ১৬ আর পরদিন সোমবার ৩০ পয়েন্ট বৃদ্ধির মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছিল। তবে বুধবার (৩১ মার্চ) ৯৫ পয়েন্টের পতন বিনিয়োগকারীদের আবারো হতাশায় ডোবায়। শেষদিন বৃহস্পতিবার কমে আরো ৮ পয়েন্ট। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে ৯৪ কোটি টাকা। লেনদেন হয় গড়ে ৫০৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বিশ্লেষকরা বলছেন, নানারকম সুবিধা নিলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারের দুর্দিনে প্রয়োজনীয় ভূমিকা রাখছে না। গত সপ্তাহে শরিয়াহ সূচক ডিএসইএস কমেছে ১৫ পয়েন্ট আর বাছাইসূচক ডিএসই৩০ হারিয়েছে ৩৭ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক কমেছে ৫৭ পয়েন্ট। গত সপ্তাহে দর বাড়ার শীর্ষ ৫ প্রতিষ্ঠান ছিল-সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রভাতী ইনস্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ০১, ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ফান্ড, প্রাইম ফাইনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল-আইএফআইসি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, একটিভ ফাইন কেমিক্যালস, আমান কটন, শামপুর সুগার। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭১ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত আছে ১৫৭ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গত সপ্তাহে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার ৭১৭ কোটি টাকা।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video