সুপারডুপার হিট ব্যবসা করেছে ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। মাত্র দেড় মাস আগে সিনেমাটি মুক্তি পায়।
তবে এখনো কোটি কোটি টাকা আয় আসছে সিনেমাটির মাধ্যমে। ভারতীয় সিনেমার মধ্যে ‘পুষ্পা’ই একমাত্র সিনেমা যা চলমান মহামারি করোনার মধ্যেও ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে।
এই সুবাদে আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে দামি অভিনেতা হতে চলেছেন। প্রমাণ, দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। যা দিয়ে গোটা একটি বড় বাজেটের ছবি বানানো যাবে।
কিন্তু কত টাকা দেওয়া হবে আল্লুকে? ১০০ কোটি টাকা! ভারতীয় মিডিয়া সূত্রে খবর, ছবির প্রযোজনা সংস্থা আল্লু অর্জুনকে এমনই প্রস্তাব দিয়েছে।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর এই অভিনেতার ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যাও চড়চড় করে বেড়ে গেছে। ঠিক তার পারিশ্রমিকের মতো। অনুগামী সংখ্যা দেড় কোটি হওয়া উপলক্ষে মকর সংক্রান্তির দিন ইনস্টাগ্রামে বিশেষ পোস্টও করেছিলেন তেলুগু সুপারস্টার।
মন্তব্য করুন