টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি এক জনপ্রিয় অনলাইন পর্যটন সংস্থার ক্যাব বুক করেছিলেন। তাতে চরম ভোগান্তির শিকার হতে হইয় এই অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা জানিয়ে ক্ষোভ উগরে দিলেন এই অভিনেত্রী।
সোমবার (২৭ ডিসেম্বর) ঋতাভরী তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার করে বিরক্তির কথা জানান ঋতাভরী। অভিনেত্রী পরামর্শ দেন বাইরে গেলে কেউ যেন এই সংস্থার ক্যাব বুক না করেন।
তিনি লেখেন, ‘আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে। নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরি করে গাড়ি আসে। শুধু তাই নয়, চালক নিজের অবস্থান সম্পর্কে ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। কারও সঙ্গে এমন যেন না হয়, সেই কারণেই এই পোস্ট দেওয়া।’
এরপর বলেন , ‘আমি চাই না আপনারাও আমার মতো ভোগান্তির শিকার হন।’ বাইরে গেলে এই অ্যাপ থেকে গাড়ি ভাড়া না করার উপদেশ দিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে জানিয়েছেন, সংস্থার হেল্পলাইনে যোগাযোগ করেও কোনো সাহায্য মেলেনি।
তবে এই ঘটনা কোথায়, কখন ঘটেছে, শেষমেশ সেই সংস্থার সঙ্গে ঋতাভরী যোগাযোগ করতে পারলেন কিনা তা নিয়ে কিছু জানা যায়নি। তবে সতর্ক করার জন্য ঋতাভরীকে ধন্যবাদ জানিয়েছেন তার অনুরাগীরা। অনেকে আবার এই সংস্থার বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন।
মন্তব্য করুন