শনিবার, ২০২৫ মে ০৩, ১৯ বৈশাখ ১৪৩২
#
বিনোদন বিনোদন

দুর্ঘটনার রহস্য খুঁজছেন বিদ্যা

বিনোদন ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ মার্চ ০৭, ১২:০১ অপরাহ্ন
#

'কাহানি' সিনেমার বিদ্যাকে ভুলে যাওয়া সহজ নয়। এই অভিনেত্রীকে মনে রাখেননি এমন সিনেমাপ্রেমী মানুষ খুবই কম আছেন। ক্রাইম থ্রিলার সিনেমা উপহার দিয়ে দর্শকের মনে স্থায়ী দাগ কেটেছেন এই অভিনেত্রী।

এবার থ্রিলারের মিশেলে একেবারে নতুন গল্প নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছে বিদ্যা বালান। সিনেমার নাম 'জলসা'। তবে বড় পর্দায় নয় বিদ্যার এই সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। আমাজন প্রাইমের পর্দায় এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।

দিন কয়েক আগেই সুরেশ ত্রীবেণী পরিচালিত এই সিনেমার টিজার মুক্তি পেয়েছে। টিজারেই হইচই পড়ে গেছে সিনেমা পাড়ায়। বেশ প্রশংসাও কুড়াচ্ছে বিদ্যার 'জলসা'র টিজার।

এই সিনেমায় বিদ্যার সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন শেফালি শাহ। টিজারে বিদ্যার দুটি সংলাপ শুনেছেন দর্শকরা। সিনেমার টিজার শেয়ার করে বিদ্যা লিখেছেন 'গল্পের মধ্যে আরও এক গল্প, খুঁজতে থাকুন'।

এবারেই প্রথম নয় এর আগেও বিদ্যার সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছিলো। ২০২০ সালে  ‘শকুন্তলা দেবী’ দিয়ে প্রথম তিনি নিজের সিনেমা প্রকাশ করেন ওটিটি প্ল্যাটর্ফমে। এর পর  ২০২১ সালে ‘শেরনি'। এবার ' জলসা' ১৮ মার্চ মুক্তি দিয়ে হ্যাটট্রিক করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video