মালদ্বীপে হানিমুনে যাচ্ছেন সদ্য বিয়ের পিঁড়িতে বসা চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম ও সনি পোদ্দার। ১১ জানুয়ারি মালের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই লাক্স তারকা।
জানা গেছে, সনির সঙ্গে ৪ দিন মালদ্বীপে অবস্থান করবেন মীম। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই হানিমুনে যাওয়ার জন্য এই দেশটাকেই বেছে নিয়েছি।
তবে মীম-সনির হানিমুনে যাওয়ার দিনক্ষণ ঠিক হলেও করোনা পরিস্থিতির ওপরও নির্ভর করছে বিষয়টি। বিশ্বে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার যেকোনো সময় তাদের এই মধুচন্দ্রিমা যাত্রা বাতিলও হয়ে যেতে পারে।
গত ১০ নভেম্বর জন্মদিনে বাগদান সারেন মীম। তার স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। ছয় বছর পরিচয়ের পর পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ৪ জানুয়ারি। মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।
মন্তব্য করুন