রবিবার, ২০২৫ মে ০৪, ২০ বৈশাখ ১৪৩২
#
বিনোদন বিনোদন

‘নাকফুল’ সিনেমায় রোশান-পূজা

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ ফেব্রুয়ারী ০৩, ১১:২৪ পূর্বাহ্ন
#

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রোশান-পূজা। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘নাকফুল’ সিনেমায় দেখা যাবে তাদের। বুধবার (২ ফেব্রুয়ারি) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ জুটি।

প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এ নামেই সিনেমাটি নির্মাণ করবেন অলক হাসান। চিরায়ত ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ।

এ প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নেবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।’

সিনেমাটি নিয়ে জানতে চাইলে রোশান বলেন, ‘এবারের সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

সিলেটের বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ হবে বলে জানান নির্মাতা অলক হাসান। নির্মানে নতুনত্ব রাখতে চান তিনি। ‘নাকফুল’ সিনেমায় রোশান-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্ত প্রমুখ।

এর আগে রোশান-পূজাকে নিয়ে ‘সাইকো’ নির্মাণ করেছেন অনন্য মামুন। এ ছাড়া বেঙ্গল মাল্টিমিডিয়া আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন রোশান। মুক্তির অপেক্ষায় আছে পূজা চেরি অভিনীত একাধিক সিনেমা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video