রবিবার, ২০২৪ নভেম্বর ১০, ২৬ কার্তিক ১৪৩১
#
মহানগর মহানগর

আনোয়ারায় সন্ত্রাসী হামলায় আহত স্বামী- স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ২৯, ১১:২৯ অপরাহ্ন
#
ছবি : সংগৃহীত।

সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উল্লাস করছে। আটক কিংবা কোন প্রকার বাধা বিপত্তি না পেয়ে প্রকাশ্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। নিরহ আহত স্বামী ও স্ত্রী এখনো মূত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘটনাটি  আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের।এলাকার নেপাল হত্যার আসামী গংরা  দূর্ধর্ষ কায়দায় সন্ত্রাসী হামলা চালিয়ে নিরহ মিতা দাশ (৫০) ও দয়াল দাশ (৬১) কে প্রাণে মারার চেষ্টা করে গুরুতর আহত করে। 

খবর নিয়ে জানা গেছে, আহত  মিতা দাশ গুজরা গ্রামের বৃন্দাবন বিহারী বাড়ীর দয়াল দাশের স্ত্রী ও দয়াল দাশ একই বাড়ীর মৃত মনমোহন দাশের ছেলে। দয়াল দাশ ও মিতা দাশ সম্পর্কে পরস্পর স্বামী ও স্ত্রী।

গত ২৩ জুলাই প্রকাশ্য দিবালোকে বিকাল আনুমানিক ৩টার সময় বাড়ী ঘাটার রাস্তা ও বশতঘরে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর  আহত করে কুরবানীর গরু বিক্রির ১ লাখ ২০ হাজার ছিনিয়ে নেয়। 

এ হামলায় অংশ নেয় মৃত চিত্তরঞ্জন দাশের ছেলে মানু দাশ ( ৪০  ) ও তার ভাই রনজিত দাশ ( ৩৫ ) , ইশ্বর চন্দ্র দাশের ছেলে মিন্টু দাশ (৩৫), সুমন দাশ চুমকো ( ৩১ ) ও তাদের ভাই উত্তম দাশ এবং  সুমন দাশের স্ত্রী শর্মী দাশ। এই ৬ জন দেশীয় অস্ত্র দিয়ে আহত ২ জনকে আঘাতে রক্তাত্ত ও জখম করে।

 জানা গেছে,  মানু দাশ ও রনজিত দাশ স্থানীয় মৃত সতীন্দ্র দাশের ছেলে নেপাল দাশ হত্যার আসামী।  ওই খুনে তারা অংশ নেয়। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানার মামলা নং ৪(৭)১৪ ধারা ৩০২/ ৩৪ রুজু রয়েছে।

মিতা দাশ ও দয়াল দাশের মাথা, চোখ ও শরীরের বিভিন্ন অংশে রক্তাত্ব ও জখম হয়। সন্ত্রাসীরা দা, বটি, লোহার রড ও লাটি দিয়ে আঘাত করেছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।  মিতা দাশের বিভিন্ন স্থানে ৮টি  সেলাই ও দয়াল দাশ কে ৩টি সেলাই করে চিকিৎসগণ। ঘটনার পরপরই আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রেফারকৃত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও যথাস্থানে আহতরা চিকিৎসা নিচ্ছেন বলে আমাদের অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। বর্তমানে আহতদের অবস্থা খুবই গুরুতর বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video