শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ ফেব্রুয়ারী ২২, ১০:২৫ পূর্বাহ্ন
#
    মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা ও রচনা পাঠ প্রতিযোগিতা অনু্ষ্ঠান সম্পন্ন হয়েছে। লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাঈফী আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনু্ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গ্রন্থাগার পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি কে.এম. নাজমুল হক সিকদার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,রোটারি ইন্টারন্যাশনাল’ র ডেপুটি গভর্নর মুবিনুল হক মুবিন, অনু্ষ্ঠানের উদ্বোধন করেন, লেখক ও সমাজকর্মী ব্রাদার বাহার, বক্তব্য রাখেন, বাঁশখালী ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মানিক দে, ছনুয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক আবুল বশর, মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছোটন, ছনুয়া পশ্চিম খুদুকখালী আজিজিয়া তালিমুল কুরআন মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মোজাম্মেল হক ইউনুস, ছনুয়া আনওয়ারুল উলুম মাদরাসার শিক্ষক সাহেদুল ইসলাম, ছাত্র-ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন আজাদ প্রমুখ। বক্তারা বলেন, আজ থেকে ৬৯ বছর আগে একুশ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, কারো কাছে মাথানত না করতে। মাতৃভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন বাধার কাছে নত না হতে। একুশ হলো আমাদের চেতনার বাতিঘর। বক্তারা বলেন, আমাদেরকে মাতৃভাষার প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আমরা যদি সর্বত্র মাতৃভাষার চর্চা করি, তাহলে ভাষা শহীদদের আত্মা শান্তি পাবে।পরে বক্তারা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video