রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

ইলিশ আহরণে নিষেধাজ্ঞা, মাঠে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ অক্টোবর ১৪, ০২:২৬ অপরাহ্ন
#
ইলিশের প্রজনন মৌসুমে সব ধরনের মৎস্য আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ (বুধবার) থেকে শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞা জারির প্রথম দিনেই মাঠে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় নগরের ফিশারীঘাটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কোনো অনিয়ম দেখা না গেলেও পরে নগরের বিভিন্ন বাজারে চালানো হয় অভিযান। এসময় দুই ব্যবসায়ীকে জরিমানা এবং ২০ কেজি ইলিশ ও ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, ফিশারীঘাটে কোনো ইলিশ পাওয়া যায়নি৷ এছাড়াও কোনো ধরনের অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিতে আসেনি৷ তবে মোমিন রোডে অস্থায়ী খুচরা বাজারে একজন ব্যবসায়ীকে ইলিশ বিক্রির দায়ে জরিমানা করা হয়। এছাড়া রিয়াজউদ্দিন বাজারে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে আরও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আগামি ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video