মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মানবিক ও সামাজিক সংগঠন 'উই দ্যা ক্র্যাক প্লাটুনস' এর পাহাড়তলী জোন আওতাধীন হাজীক্যাম্প, এ কে খান, আকবরশাহ ও পাঞ্জাবী লেইন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক মো. শাফায়েত আলী রাকিব এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রদান করা হয়।
এ কমিটিতে হাজীক্যাম্প শাখার আহবায়ক হলেন- মোঃ আশরাফুল আজিম, যুগ্ম আহবায়ক- মোঃ সাইদ, যুগ্ম আহবায়ক - মোঃ ইউনুস মিয়া মাহিন, সদস্য সচিব -মোঃ গাজীউর রহমান জিসান, সদস্য - মোঃ আবদুল মোতালেব, মোঃ আবু হুরায়রা আরাফাত, মোঃ শান্ত, সদস্য -মোঃ ইয়ামান, মোঃ নাজিমুল আমিন তারেক, মোঃ রাকিব, সদস্য - মোঃ আরাফাত হোসেন।
এ কে খান শাখার আহবায়ক- মোঃ আরিফ জাহান,যুগ্ম আহবায়ক - মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক -মোঃ আইনুল কবির, সদস্য সচিব - মোঃ পারভেজ হোসেন, সদস্য - বিপুল দাশ সদস্য - মোঃ আরাফাত হোসেন সদস্য - মোঃ মাহমুদুল ইসলাম, সদস্য - আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, রাইসুল ইসলাম নিরব, মাহিম খান, শুভ দাশ।
পাঞ্জাবি লেন শাখার আহবায়ক - মোঃ নাজমুল হাসান টুটুল, যুগ্ন আহবায়ক - মোঃ আবদুল হামিদ, সদস্য সচিব - মোঃ রহিম সিদ্দিক ইয়াক্কিন, সদস্য - মোঃ রুপম দাশ, মোঃ তৌসিফ, মোঃ এস.এ তানিম, মোঃ ইসরাফুল ইসলাম ইশান, মোঃ নাইম হোসেন, আহনাফ হোসেন, সৈয়দ মোঃ ইরফান, মোঃ শাহিদুল ইসলাম।
আকবরশাহ শাখার আহবায়ক -শাহরিয়ার বিন মাসুদ সম্রাট, যুগ্ম আহবায়ক - শারাফাত হোসেন, যুগ্ম আহবায়ক - আদিল আনাফ আনিস। সদস্য সচিব - মোঃ জুনায়েদ শাহরিয়ার সামি, সদস্য -মোহন মাহমুদ, শুভ দীপ রাংদী, মোঃ শাহাদাত হোসেন দিহাম, নিভাম হাসান, আরাফাত খান, হাতেক নিহাল, গাজী রিফাত শাহরিয়ার।
উই দ্যা ক্র্যাক প্লাটুনস এর প্রতিষ্টাতা আহবায়ক মোঃ শাফায়েত আলী রাকিব জানান, 'সমাজ পরিবর্তনের নিরন্তর প্রয়াস' এই মূলনীতিকে সামনে রেখে সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে আমাদের কার্যক্রম হবে সবার চেয়ে ভিন্ন। এই প্রত্যাশা সকলের নিকট রাখা হলো এবং সবার কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য করুন