শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

করোনা : চট্টগ্রামে মৃত্যুহীন একদিন, নতুন আক্রান্ত ২৪৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ এপ্রিল ২৭, ০১:১৬ পূর্বাহ্ন
#
স্বস্তি যেন হাতের মুঠোয়, যদি স্বাস্থ্য বিধি মেনে চলা যায়। অনেকদিন পর মৃত্যুহীন একটা দুন পারলো করলো চট্টগ্রাম। গত সোমবার চট্টগ্রামে একজনেরও মৃত্যু হয়নি। তবে এ দিন করোনা শনাক্ত হয়েছে ২৪৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৩৪০ জনে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪৪ জনের, আক্রান্ত হয়েছে ৫৬ জন। বিআইটিআইডি ল্যাবে ৪২৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিভাসুতে ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শেভরণ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫২ জনের৷ এতে আক্রান্ত হয়েছেন ২৭ জন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএল এ ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৪৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১৭৯ জন এবং উপজেলায় ৬৬ জন। এদিন কারো মৃত্যু হয়নি চট্টগ্রামে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video