বুধবার, ২০২৫ মে ১৪, ৩০ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩২ জন, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ সেপ্টেম্বর ২৬, ১২:৪৭ অপরাহ্ন
#

চট্টগ্রামে সংক্রমণ কমে ২ শতাংশে নেমেছে। হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপও।

চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতাই পারে সংক্রমণের হার নিম্নমুখী রাখতে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।  

রোববার (২৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে ২২ জন মহানগর এলাকায় এবং ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এদিন করোনায় চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে।  

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে এর মানে এই নয় আর করোনা হবে না। সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video