শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ২৬, ১০:৫৪ অপরাহ্ন
#
বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরজুড়ে অভিযান চালিয়ে ১২ মামলায় ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০০ মাস্ক বিতরণ করা হয়েছে। অভিযানকালে শপিং মল ও দোকানপাটে ক্রেতা-বিক্রেতাদের মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সরকারি নির্দেশনা প্রতিপালনের বিষয়ে জোর দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব, আশরাফুল হাসান, মাসুমা জান্নাত, মামনুন আহমেদ অনিক, মোহাম্মদ আতিকুর রহমান, মো. উমর ফারুক, মো. আশরাফুল আলম, মো. আলী হাসান, মিজানুর রহমান, প্রতীক দত্ত ও প্লাবন কুমার বিশ্বাস। জনস্বাস্থ্য ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video