মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৬ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

করোনার: চট্টগ্রামে একদিনে আরও ২৪০ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ ডিসেম্বর ০৪, ১১:২৪ পূর্বাহ্ন
#
চট্টগ্রামে ১ হাজার ৭০২ জনের জনের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ২৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১৭ জন নগরের ও ২৩ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৬ হাজার ৬৫ জন। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২০ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১০৬ জনের নমুনার মধ্যে ৩১ জনের ও শেভরণে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা ধরা পড়েছে। জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২০ জন; এর মধ্যে ২২৫ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video