রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৬ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

করোনার: চট্টগ্রামে একদিনে আরও ৭৮ রোগী শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ ডিসেম্বর ১৩, ১১:৩০ পূর্বাহ্ন
#
চট্টগ্রামে ১ হাজার ৩২৯ জনের জনের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭০ জন নগরের ও ০৮ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৭ হাজার ৬৩৪ জন। আজ রোববার (১৩ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬১৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৪২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। শেভরণে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ধরা পড়েছে। জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩২ জন; এর মধ্যে ২৩৬ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video