নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ০২, ০২:৫৮ অপরাহ্ন
#
করোনার টিকা নিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী। দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা প্রতিরোধী টিকার ব্যবস্থা করায় মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মঙ্গলবার (২ মার্চ) বেলা সোয়া দুইটায় চসিক জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি। এ সময় কাউন্সিলরর গিয়াস উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র রেজাউল, সাবেক মেয়র, প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে বলেন একসময় চসিকের স্বাস্থ্যখাতের বেশ সুনাম ছিল। এ হাসপাতাল তার দূরদর্শী চিন্তা। উনি মেয়র থাকাকালে নগরের প্রাণকেন্দ্রে হাসপাতালের জন্য শতকোটি টাকার জায়গা কিনেছিলেন। এটি ছিল ব্যক্তিগতমালিকানাধীন জায়গা ছিল। যতটুকু জানি এখানে ২৪ গণ্ডা জায়গা আছে। উনি চাইলে নিজের নামে, পরিবারের নামে এ জায়গা নিতে পারতেন। উনি জননেতা। চট্টগ্রামের মানুষের প্রতি দরদ ছিল। আজ যে মানুষ সেবা নিচ্ছেন তিনি কবরে শান্তি পাচ্ছেন। একজন মানুষ চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্ট চিত্তে ফিরে যান সেই দোয়াটুকু তিনি পান।
আমি আশ্বস্ত করতে চাই, আমাদের সীমাবদ্ধতা আছে, স্বল্পতা আছে। তারপরও আমি কথা দিতে পারি স্বাস্থ্য বিভাগের জন্য যা যা কিছু করা দরকার সেটা আমি করব। আমি শুধু বিনীত আবেদন জানাব, আপনারা অতীতে যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিলেন এখনো সেই ঐতিহ্য ধারণ করে সেই ভূমিকা রাখবেন। স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করছেন। শুধু একটু সহযোগিতার প্রয়োজন।
যারা চসিক জেনারেল হাসপাতালে কোভিড প্রতিরোধী টিকা নিয়েছেন উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। টিকাদান প্রক্রিয়ায় চলমান পদ্ধতিতে আপনাদের সুনাম হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সুনাম হচ্ছে।
২৪ টিভি/এডি
মন্তব্য করুন