চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকালে শাহমীরপুর বাদামতল (পিএবি) সড়কের পাশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খানের সঞ্চলনায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কমিটি ঘোষণা না হলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন