মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৬ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

কর্ণফুলীতে আখতারুজ্জামান চৌ: ব‍্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ জানুয়ারী ২৩, ০৫:৩৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে আখতারুজ্জামান চৌধুরী বাবু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩।

(২২ জানুয়ারি) রবিবার বিকাল সাড়ে টায় উপজেলার শাহ আমানত সেতু টোল প্লাজা মাঠে এই ব‍্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ- সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী।

কর্ণফুলী উপজেলা নির্বাহীঅফিসার ও কর্ণফুলী ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান তালুকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান ডাঃ ফারহানা মমতাজ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাহেদুর রহমান সাহেদ, টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ মেম্বার, ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আনোয়ার সাদাত মোবারক, সদস্য মোমেনা আক্তার নয়ন সহ ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ।

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক এর সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে কর্ণফুলী উপজেলায় খেলাধুলার বিকাশ ঘটাতে সিডিএ আবাসিক মাঠকে আগামী দুই মাসের মধ্যে খেলার উপযোগী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার আগামীতে ৫ ইউনিয়নে ৫টি খেলার উপযোগী মাঠ সংস্কার করে ব্যবস্থা করে দেবেন বলেই জানান।

উল্লেখ্য, টূর্ণামেন্টে দ্বৈত ও একক ক্যাটাগরিতে মোট ১৬টি টীম অংশ গ্রহন করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video