চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের খিলপাড়ায় এলাকার আশ্রয় প্রকল্পের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রভাবশালীর কাছে দখলে থাকা উদ্ধারকৃত জমিতে নির্মাণ ৬.১০ একর জায়গায় গড়ে হচ্ছে বিনোদন কেন্দ্র ও উঠছে শিশু পার্ক।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে বড়উঠান ইউনিয়নের খিলপাড়া এলাকার আশ্রয় প্রকল্পের পাশে নির্ধারিত জমিতে গড়ে উঠা শিশু পার্কের কার্যাক্রম পরির্দশনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ ও বড়উঠানের চেয়ারম্যান মো. দিদারুল আলম।
এসময় উপস্থিত ছিলেন বড়উঠান ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুল আলম, মহিলা ইউপি সদস্যা জোবাইদা আকতার মিতুসহ স্থানীয় নেতাকর্মীরা।
এরআগে গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ জমি উদ্ধার করেন।
মন্তব্য করুন