রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

কর্ণফুলীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ কার্যক্রমের উদ্বোধন

কর্ণফুলী প্রতিনিধি | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ মে ২২, ০৬:৪৭ অপরাহ্ন
#

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে সেবা সপ্তাহ-২০২৩ কার্যক্রমের উদ্বোধন ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় (প্রেস ব্রিফিং) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়য়েছে।

সোমবার (২২ মে) সকালে উপজেলা কর্ণফুলী ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি অফিসার পীযূষ কুমার চৌধুরীর সভাপতিত্বে ভূমি অফিসে সামনে ক্যাম্প করে সেবা বুথের ,বেলুন উড়িয়ে ফিতা কাটার মধ্য দিয়ে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ। 

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী ।  ২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২৩-এর কার্যক্রম চলবে,।সেবাবুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা দেওয়া হবে, ভূমিসেবা বিষয়ে অবহিত করা হবে এবং পরামর্শ সেবা দেওয়া হবে।ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার। 

এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে ভূমিসেবা সপ্তাহে।

উপজেলা পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে: ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অনলাইনে ডিসিআর ও খতিয়ান ইত্যাদি সেবাসমূহ প্রদানের ব্যবস্থা করা, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করা, মাঠ পর্চা, রেকর্ড  হস্তান্তরসহ বিবিধ সেবা দেওয়া।

এছাড়া ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন, খতিয়ান ও মৌজা ম্যাপ বিষয়ে ব্যাপক অবহিতকরণ ও গণসচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে। সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

প্রেস ব্রিফিংকালে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ জানান, স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে অত্র উপজেলার জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে সঠিকভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা।

এইসময়,সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বক্তব্য বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত চারটি স্মার্ট ভূমিসেবা (‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’) ছাড়াও বেশকিছু ভূমিসেবা ব্যবস্থা ‘স্মার্ট ডিজিটালাইজ’ করা হচ্ছে। এছাড়া, ইতোমধ্যে ডিজিটালাইজকৃত ভূমিসেবা সমূহও স্মার্ট করে তথা অধিকতর ব্যবহারকারী সহায়ক ও সহজ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, ভুমি সেবার ক্ষেএে যাতে কোন ধরনের তৃতীয় পক্ষ কাজ বা সুযোগ করতে না পারে আমাদের জনগণকে স্মার্ট ভূমি সেবার সম্পর্কে সচেতন করতে হবে।যাতে ঘরে বসে খাজনা সহ ভূমি বিষয়ক সকল সেবা নিতে পারেন এবং ভূমি বিষয়ে কোন তথ্য জানার বা অভিযোগ থাকলে সরাসরি উপজেলা ভূমি অফিসে এসে সেবা নিতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video