রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

কাপ্তাই লেকে ক্ষতিকারক কোন জাল ব্যবহার করতে দেয়া হবে না: মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ অক্টোবর ৩১, ০৪:৪২ অপরাহ্ন
#
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোভিড-১৯ এর কারণে দেশে অনেক ধরণের বেকারত্ব সৃষ্টি হয়েছে, বেকারত্ব নিরসনে মাছ চাষে আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে মৎস্য বিভাগ নানা কর্মসুচী হাতে নিয়েছে, সেই কর্মসুচীর আলোকে কাপ্তাই লেকে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে। কাপ্তাই লেকে এখন ১২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় জানিয়ে মন্ত্রী আরো বলেন, আগামীতে আমরা মাছের উৎপাদন ধরেছি ১৫ হাজার মেট্রিক টন। মাছের উপাদন বাড়লে এখানকার আমিষ জাতীয় খাবারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরো বেশী করে এই লেকের মাছ সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরো জানান, কাপ্তাই লেকে কোন ধরণের ক্ষতিকারক জাল ব্যবহার করতে হবে না, এবিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আজ সকালে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন, জেলা মৎস্য বিভাগ ও নদী গবেষণা উপকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, কাপ্তাই লেক যাতে দুষণ না হয়, বেদখল না হয় সে বিষয়ে সরকার সর্তক রয়েছে। এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড: ইয়াহিয়া মাহমুদ, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাছের অবতরণ ঘাট পরিদর্শন করেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video