রবিবার, ২০২৫ মে ০৪, ২০ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ ফেব্রুয়ারী ১৩, ০৯:৩০ পূর্বাহ্ন
#

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিভূতিভূষণ ভৌমিক  (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, বিভূতিভূষণ ভৌমিকের বাবার নাম হরিভূষণ ভৌমিক। বিভূতিভূষণের হাজতি নম্বর-২১৪৩৮/২১।

পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, হাজতি বিভূতিভূষণ ভৌমিক কারাগারে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এরপর কারাগারের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে বিভূতিভূষণকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে বিভূতিভূষণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video