বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ৩১ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ Jun ৩০, ০৫:৫২ অপরাহ্ন
#
দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার ৩০ জুন অনুষ্ঠিত হয়েছে। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, সকল উপ-পুলিশ কমিশনার এবং সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিএমপি কমিশনার সদ্য বিদায়ী উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান ও উপ-পুলিশ কমিশনার নাইমা সুলতানা কে সম্মাননা স্বারক প্রদান করেন। পুলিশ কমিশনার তার বক্তব্যে করোনা ভাইরাস প্রাদুর্ভাব কালে বহুমুখী মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সিএমপি’র পুলিশ সদস্যদের’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সবাইকে আরো পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video