রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

চট্টগ্রামর ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ অক্টোবর ২০, ০৯:৫৪ পূর্বাহ্ন
#
চট্টগ্রামে ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন ওয়ার্ড সদস্য পদে সাধারণ ও উপনির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে প্রচুর ভোটারের উপস্থিতি দেখা গেছে। ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশাকরছি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারব। লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমেন খান বলেন, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত সময় পর্যন্ত তা চালিয়ে নিতে পারব। চট্টগ্রামের ৬ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video