নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ৩১, ১১:২৮ পূর্বাহ্ন
#
চট্টগ্রামে বেশিরভাগ মানুষেরই চলাচলের প্রধান মাধ্যম গণপরিবহন। করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় গণপরিবহনে বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
আর এতে অফিসগামী যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।
এক একটি বাস কোনো স্টপেজে আসলেই শুরু হয় শত মানুষের দৌঁড়ঝাঁপ।
তবে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা মানায় বেশিরভাগই বাসে ওঠার সুযোগ পাচ্ছেন না। বাসে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে পথে পথে যাত্রীদের জটলায় আর দৌঁড়ঝাঁপে কতোটা নিশ্চিত হচ্ছে এই বিধি সেই প্রশ্ন থেকেই যায়।
বুধবার (৩১ মার্চ) সকাল থেকে এমন বাস সংকটে মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে বহদ্দারহাট, মুরাদপুর, ২নং গেইট, অক্সিজেন, জিইসি আগ্রাবাদ এলাকার পথে পথে।
এদিকে লোকাল বাসগুলোও কম যাত্রী নিলেও ভাড়া দিগুণ নিতে দেখা গেছে।
কোন স্টপেজে দু-একজন যাত্রী নামানোর জন্য কোন বাস দাঁড়ালেই পথে অপেক্ষমান মানুষরা বাসে উঠার চেষ্টা করেন। তীব্র ধাক্কাধাক্কি করে দু-একজন উঠতে পারেন ঠিকই, তবে দীর্ঘ অপেক্ষমান থাকতে দেখা গেছে বেশিরভাগ যাত্রীদের।
এমন বাস সংকটে কেউ কেউ বেছে নিচ্ছেন সিএনজি চালিত অটোরিক্সা বা বিভিন্ন অ্যাপসের মোটরসাইকেল সেবা। আবার অনেক যাত্রীকেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে।
দীর্ঘ অপেক্ষমান যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক যান চলাচলের মধ্যেও অফিসের আগে ও পরে বাস সংকট দেখা যায়। সিটিং সার্ভিসগুলোতেও বেশি ভাড়া দিয়ে মানুষ দাঁড়িয়ে চলাচল করেন। আর এর মধ্যে বাসে অর্ধেক যাত্রী বহন করায় যাত্রীদের বিশেষ করে অফিসগামীরা আরও বেশি দুর্ভোগে পড়েছেন। সবকিছু খোলা রেখে বাসে স্বাস্থ্যবিধি মানাতে গিয়ে যাত্রীরা এককথায় বিপদেই পড়েছেন। কেউ কেউ প্রশ্ন করছেন, মোড়ে মোড়ে হাজারো মানুষের জটলা বেধে বাসের জন্য অপেক্ষার জেরে কতোটা নিশ্চিত হচ্ছে স্বাস্থ্যবিধি?
অক্সিজেনে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি অফিসে কর্মরত হাসান নামে একজন। নিউ মার্কেট যেতে অপেক্ষমান এই যাত্রী বলেন, বাসা থেকে বের হয়ে অক্সিজেন মোড়ে দেখি আমার মতো শত শত মানুষ। এক ঘণ্টা ধরে অনেকবার ধাক্কাধাক্কি করেও কোন বাসে উঠতে পারিনি। এ সুযোগে সিএনজি চালকরাও দ্বিগুনের বেশি ভাড়া দাবি করছে।
এদিকে, বন্দরনগরীতে চলাচলরত প্রায় সব বাসগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে বাড়তি ভাড়ায় চলাচল করতে দেখা গেছে। তবে স্বাস্থ্য শুরক্ষায় তেমন কিছু দেখা যায় নি।
মন্তব্য করুন