বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রামে আরও ১৭৩ জন করোনায় আক্রান্ত, মোট ১২৯২৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ জুলাই ২০, ১০:১৪ পূর্বাহ্ন
#
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০৭ জন নগর ও ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১২৯২৭ জন। আজ সোমবার (২০ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি; সুস্থ হয়েছেন ৩২ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৫ জন, সিভাসুতে ০০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৩ জন, শেভরণ ল্যাবে ৩২ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, রবিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৬৯ টি। এর মধ্যে ১১৬ টি বিআইটিআইডিতে, ০০ টি সিভাসুতে, ২০৭ টি চমেকে, ১৭৪ টি চবিতে, ২৭১ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব,৮৫ টি শেভরণ ল্যাবে এবং ১৬ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে রোববার নমুনা পরীক্ষা হয়নি। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬৬ জনের মধ্যে সাতকানিয়ার ২, আনোয়ারার ৪, চন্দনাইশের ৪, পটিয়ার ৪, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৬, ফটিকছড়ির ৭, হাটহাজারীর ১৯, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ৪ ও সন্দ্বীপের ২ জন আছেন। উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৫৮৪ জন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video