বুধবার, ২০২৫ মে ০৭, ২৪ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১ হাজার ১২১ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ জানুয়ারী ২৭, ১২:১৭ অপরাহ্ন
#

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ

এদিন করোনায় মৃত্যুবরণ করেছে ২ জন। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭৯৭ জন মহানগর এলাকার ও ৩২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৮৪ হাজার ৬৩৭ জন এবং উপজেলায় ৩১ হাজার ৩৪৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫০ জনের মধ্যে ৭২৯ জন মহানগর এবং ৬২১জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video