রবিবার, ২০২৫ মে ১১, ২৮ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৬ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ৩০, ১১:৩১ পূর্বাহ্ন
#
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৯৬ শতাংশ।
এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।  

নতুন আক্রান্ত ১৩ জন মহানগর এলাকার ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৫০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৬৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video