রবিবার, ২০২৫ মে ০৪, ২০ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৮২ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ ফেব্রুয়ারী ১২, ১১:৩৪ পূর্বাহ্ন
#

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৭৮ শতাংশ।

এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭৩ জন মহানগর এলাকার ও ১০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯০ হাজার ৮৬৯ জন এবং উপজেলায় ৩৩ হাজার ১৩২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video