বৃহস্পতিবার, ২০২৫ মে ০৮, ২৫ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬০ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ জানুয়ারী ১৩, ০৩:০৫ অপরাহ্ন
#

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ২৬ শতাংশ।

এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ২২৬ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৯২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ৩৫১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৪১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video