রবিবার, ২০২৫ মে ০৪, ২০ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩৫২ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ ফেব্রুয়ারী ০৯, ১২:৩৬ অপরাহ্ন
#

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৩৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৩ শতাংশ।
এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ২৪৫ জন মহানগর এলাকার ও ১০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৩২৫ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯০ হাজার ৫০০ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৮২৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video