শনিবার, ২০২৫ মে ০৩, ২০ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

চট্টগ্রামে জমে উঠেছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ ফেব্রুয়ারী ২৩, ১২:৫৯ অপরাহ্ন
#

চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে শুরু হওয়া অমর একুশে বই মেলা। নগরীর জিমনেসিয়াম মাঠে এখন লেখক, পাঠক ও প্রকাশকদের আসা যাওয়া। মেলায় ছোটবড় মিলিয়ে শতাধিক স্টলে বইয়ের পসরা সাজানো হয়েছে।

এবারের বইমেলা চত্বর বিন্যাসেও এসেছে ভিন্নতা। বইমেলার প্রবেশদ্বারে রয়েছে দৃষ্টিনন্দন তোরণ। মূলগেইট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে বাংলাদেশের খ্যাতিমান কবিদের ছবি সম্বলিত উক্তি।
শুরু থেকেই এ বইমেলার দর্শনার্থী ও বইপ্রেমীদের সমাগম হলেও ছুটির দিনগুলোতে দর্শক সমাগম একটু বেশি।

সরেজমিনে বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বইমেলায় তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি। বন্ধু-বান্ধব এমনকি জোড়ায় জোড়ায় ঘুরছে তরুণ তরুণীরা। তবে শুধু ঘোরাঘুরি কিংবা আড্ডা নয়, বইও কিনছেন অনেকে।

নতুন প্রজন্ম বইয়ে নয়, ডিজিটাল ডিভাইসেই আসক্ত হচ্ছে বেশি। তাই কোনো কোনে মা বাবা অবুঝ শিশিুটিকেই নিয়ে এসেছেন, তার স্মৃতিতে যেনো থাকে বইমেলা।
মেলায় নতুন লেখকদের উপন্যাসের বিক্রিও চলছে বেশ ভালো। এর পাশাপাশি শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথসহ খ্যাতিমান লেখকদের লেখা পুরাতন উপন্যাসের আবেদনও রয়েছে। এছাড়া গল্পের বই, সায়েন্সফিকশন ও গোয়েন্দা, রাজনীতি, মুক্তিযুদ্ধ, শিশুতোষ, কথাসাহিত্যে,জীবনীগ্রন্থ,বঙ্গবন্ধু, রম্য ও ধাঁধা, ছড়া, ধর্মীয় ও ইতিহাসসহ রয়েছে নানান ধরণের বইয়ের সমাহার।

এবারের মেলায় বঙ্গবন্ধু কর্নার, নারী লেখক কর্নার, শিশু কর্নার এবং ফ্রি ওয়াই-ফাই জোনের সুবিধা। মেলার পুরো স্থান রয়েছে সিসিটিভি কভারেজের আওতায় । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকরাও ।

 ১৯ দিনব্যাপী এই বই মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video