শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান: ৩১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিদিন ডেক্স
প্রকাশিত : রবিবার, ২০২১ জুলাই ১১, ০২:৪০ অপরাহ্ন
#

সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় বন্দরনগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৬টি মামলায় ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।  

রোববার (১১ জুলাই) জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও শপিংমলে অভিযান চালিয়ে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক টুয়েন্টিফোরটিভিকে বলেন, করোনার সংক্রমণের বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video