মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

আগুন লেগেছে ডিমেও

চট্টগ্রামে শীতের সবজির বাড়তি দাম, চড়া মুরগির বাজার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ নভেম্বর ১৩, ১১:৪৪ পূর্বাহ্ন
#

চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও ৫০ টাকার নিচে সবজি পাওয়া এখন প্রায় ভাগ্যের ব্যাপার। অন্যান্য বছর শীতের শুরুতে যে সবজিগুলো কম দামে পাওয়া যেতো, এ বছর ঘটেছে তার বিপরীত। মাসজুড়েই চোখে পড়ছে শীতের আগাম সবজি। শুরুতে সরবরাহ কম থাকায় বিক্রি হয়েছে বাড়তি দামে। তবে সময়ের সঙ্গে বাড়তে শুরুকরেছে সরবরাহ। এ সপ্তাহে এসব সবজির সরবরাহ কিছুটা বাড়লেও দাম কমার লক্ষণ নেই, বরং গত সপ্তাহের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১২ নভেম্বর) চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচাবাজার চকবাজার, কাজীর দেউড়িসহ বাজারগুলোতে দেখা গেছে, কেজিতে শীতের ফুলকপি ৮০ টাকা ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। এছাড়া প্রতি কেজি শিম মানভেদে ৮০-১২০, টমেটো ১২০-১৩৫, মুলা ৩০-৪০, ঝিঙা ৪০-৫০ ,করলা ৭০-৮০, মুলা ৩০-৩৫ , চিচিঙ্গা ৫০-৬০, পটোল ৫০-৬০, ঢেঁড়শ ৪০-৬০, বরবটি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচকলার হালি ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের শাকের দামও বাড়তি। প্রতি কেজি কাঁচামরিচ ৯০-১২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। প্রতি আঁটি মুলাশাক ১০, লালশাক ১০-২০, কলমিশাক ৫-১০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ডিম কিনতে হচ্ছে ১১৫-১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মুরগির দাম বেড়ে যাওয়ার পর থেকে ডিমের চাহিদা বেড়েছে, এজন্য ডিমের দাম বাড়তে পারে।

ডিমের দাম বাড়লেও কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। চট্টগ্রামে বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৫৫-১৬৫ টাকা। সোনালী মুরগি ২৭০-২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে ভারতীয় পেঁয়াজের কেজিপ্রতি দাম থেকে নেমে এখন ৪৫-৫৫ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহে ৬০-৬৫ টাকায় কিনতে হয়েছে। রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিকেজি রসুন ৮০, শুকনা মরিচ ১৫০, দেশি আদা ৭০, চায়না আদা ১৬০, হলুদ ১৬০, দেশি ডাল ১১০, ভারতীয় ডাল ৯০ ও প্রতি লিটার ভোজ্যতেল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি চিনি ৮০ থেকে ৮৫ ও আটা ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

চট্টগ্রামের বাজারগুলোতে মাছের দাম অপরিবর্তিত রয়েছে। রুই মাছ ছোট-বড় ১৭০-২২০ টাটা দরে বিক্রি হচ্ছে। কাতলা ১৬০-১৭০, তেলাপিয়া ১৩০-১৪০, পাঙ্গাস ১১০-১২০, লইট্টা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে গরুর মাংস প্রতি কেজি ৬৫০-৭০০ টাকা , খাসির মাংস  ৮০০-৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষোভ জানালেন কাজীর দেউড়ি কাঁচাবাজারের ক্রেতা হাসান। তিনি বলেন, ‘বাজারে পর্যাপ্ত শীতের সবজি আছে, কিন্তু দাম কমাচ্ছেন না বিক্রেতারা। অন্যদিকে চড়া দামে মুরগি বিক্রি হচ্ছে, এখন ডিমের দামও বাড়িয়েছে। এভাবে সবকিছুর দাম ইচ্ছামতো বাড়িয়ে আমাদের মতো মধ্যবিত্তকে দুর্ভোগে ফেলেছে তারা। নিম্নবিত্তের অবস্থা তো আরও খারাপ।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video