করোনায় আক্রান্তের হার উল্লেখযোগ্য হারে নতুন করে বাড়ার কারনে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আবারো অভিযানে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৫ মার্চ, সোমবার সকাল সাড়ে ১১ টায় নগরীর নিউমার্কেট মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে অভিযান শুরু হয়।
এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে সাধারণ মানুষকে সচেতন করেন ও সার্বক্ষনিক চলাফেরায় মাস্ক পড়তে নির্দেশ দেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, কোভিড ১৯ এর টিকা দেয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মানুষের টিকা নেয়ার আগ্রহ অনেক বেড়েছে। কিন্ত এর সাথে সাথে মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও বেড়েছে বহু গুন। তারা যে গ্রামের মানুষ, এমন নয়। শহুরে মানুষরাও নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র মাস্কবিহীন ঘুরছে। এ কারনে করোনার প্রকোপ আবার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
প্রশাসক বলেন, আগামীকাল থেকে বিএনসিসি, রোভার স্কাউট ও জেলা তথ্য অফিস বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার প্রচারণা করবে। এছাড়াও আইন শৃঙ্খলাবাহিনীও আজ থেকে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অনুষ্ঠিত জন সমাগমে কঠোর অবস্থান নেবে।
বিয়ের ক্লাবসহ সমাগম হয় এমন ১১৩টি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি মোবাইল কোর্ট টিম আজ অভিযানে যাবে। এই মোবাইল কোর্ট আগামী ৭দিন পর্যন্ত চলবে।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সনিয়া হক, রেজওয়ানা আফরিন, আশরাফুল হাসান, সুচন্দ্র রায়, সোহেল রানা প্রমুখ।
মন্তব্য করুন