রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

চট্টগ্রামে ৩০ টাকায় আলু বিক্রি না করায় ১০ আড়তদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ অক্টোবর ২৭, ০২:৪৪ অপরাহ্ন
#
অতিরিক্ত দামে আলু বিক্রি করার অপরাধে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ১০ জন আড়তদারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তিনি জানান, রশিদ ছাড়া আলু বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা। আলুর দাম পাইকারী পর্যায়ে সরকার নিধারিত কেজি প্রতি ৩০ টাকা বিক্রি করার কথা। কিন্তু রিয়াজউদ্দিন বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা দরে। অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে কুমিল্লা ট্রেডার্স, কুসুমপুরা বাণিজ্যালয়, রফরফ ট্রেডার্স, জননী ট্রেডার্স, মক্কা বাণিজ্যালয়, আবু তৈয়ব ট্রেডার্স, দাউদকান্দি বাণিজ্যালয়, শাহাবউদ্দিন ট্রেডার্স, আশীষ হাওলাদার ট্রেডার্সকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, বাজারে কোনো রশিদ ছাড়াই আলু বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করতেই ব্যবসায়ীরা এ কৌশলের আশ্রয় নিয়েছে। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপনন বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video