শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

জালালাবাদ তালীমূল কোরআন মাদ্রাসায় হামলা-কক্ষ ভাংচুর ও পবিত্র কোরআন শরীফ অবমাননা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ২০, ১১:১১ পূর্বাহ্ন
#
চট্টগ্রামে বায়জিদে জালালাবাদ তালীমূল কোরআন মাদ্রাসায় ঈদের আগের দিন রাত ১২ টায় সদলবলে দেশিও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাদ্রাসার গেইট,শ্রেণির কক্ষ ভাংচুর, অফিস সরজ্ঞাম লুটপাট ও ২৫টি পবিত্র কোরআন শরীফ ছিড়ে মাটিতে পেলে দিয়েছে দুস্কৃতিকারীরা। এই ঘটনায় বাদি হয়ে বায়জিত বোস্তামি থানায় মামলা করেন মাদ্রাসার অফিস কর্মকর্তা আব্দুল মাবুদ। মামলার আসামীরা হলে-লেদু বড়ুয়া, লিয়াকত আলি তালুকদার, মো: আইয়ুব আলী, মো: হাসান, মো: মিজানুর রহমান প্রকাশ চশমা মিজান সহ অজ্ঞাত আরো ১৫- থেকে ২০ জন। মাদ্রাসা কৃতপক্ষ জানায়, লিয়াকত আলি তালুকদার র্দীঘ দিন ধরে মাদ্রাসার সাথে জড়িত ছিলেন। তিনি মাদ্রাসা কৃতপক্ষ থেকে টাকা নিয়ে জমী নিজের নামে লিখে নেয়। এছাড়াও তার নামে অর্থ আত্মসাৎ সহ অনেকে অভিযোগ রয়েছে। একারণে লিয়াকত আলি তালুকদারের নেতৃত্বে এধরনের হামলা ও ভাংচুর হয়েছে বলে জানান মাদ্রাসা কৃতপক্ষ। এদিকে জালালাবাদ তালীমূল কোরআন মাদ্রাসায় হামলা-ভাংচুর ও পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। মাদ্রাসায় হামলা ভাঙ্গচুর করায় দিশেহারা অভিভাবকরা। আবারও নতুন করে হামলায় আশংকায় শিক্ষার্থীদের মাদ্রাসায় পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। তারা এই হামলা ও ভাংচুরের সুষ্ঠ বিচার দাবি করেন । এদিকে মামলা করার পর থেকে নিরাপত্তাহিনতায় ভুগছেন মাদ্রাসার নিবাহী পরিচালক মাওলানা হাফেজ মোশতাক আহমদ । তিনি দ্রুত দোষীদের বিচারের আওতায় আহবান জানান।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video