নগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মো.নেজাম পাশা (৬৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ এলাকার ভিআইপি রোডের পাশে পাঁচতলা নির্মাণাধীন ভবনের নিচ তলায় ব্যবসায়ী মো. নেজাম পাশার মরদেহ পাওয়া যায়। এর আগে রোববার ভবনের কর্মচারীদের বেতন দেওয়া জন্য নেজাম পাশা সেখানে গিয়েছিলেন। নিহত মো. নেজাম ফটিকছড়ি উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে।
ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ব্যবসায়ী মো.নেজাম পাশাকে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।
মন্তব্য করুন