ফিশিং বোটে মাছ রাখার ড্রামে সাদা পলিথিন মোড়ানো ইয়াবার চালান নিয়ে সমুদ্রপথে চট্টগ্রামের প্রবেশের চেষ্টা করছিল এসব মাদক ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে বঙ্গোপসাগরের কক্সবাজারের পেকুয়া মগনামা ঘাট এলাকা থেকে দুই লাখ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের কুতুবদিয়ার সিকদার পাড়া গ্রামের নুরুল আবছার (৩২), সদর থানার কুতুবদিয়া পাড়া গ্রামের মো. মেহের আলী (৩৯), উত্তর কুতুবদিয়া পাড়া গ্রামের আব্দুল হামিদ (৩৭), একই গ্রামের মো. কালু (২৩) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নুরু হাসান (৩৩)।
সকালে নগরীর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন এই কথা জানান র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান।
তিনি বলেন, গোপন সংবাদে খবর পেয়ে বঙ্গোপসাগরের মগনামা ঘাটে ইয়াবাবাহী একটি ফিশিং বোট শনাক্ত করা হয়। এরপর স্পিডবোটের সাহায্যে অভিযান চালিয়ে ফিশিং বোটটি মগনামা ঘাট এলাকা থেকে আটক করা হয়। এসময় ৫ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
এদিকে গ্রেফতারকৃতদের মামলা পরবর্তী সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
মন্তব্য করুন