মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৬ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

নগরে ক্যাফেতে আগুন, দগ্ধ ৩


প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ২০, ০৪:৩০ অপরাহ্ন
#

নগরের খুলশী এলাকায় ফিউশন ক্যাফে নামে একটি প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ জন দগ্ধ হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন হলি ক্রিসেন্ট এলাকার পাশের গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ তিনজন হলেন- মো. কাশেম (১৭), নূর হোসাইন (২০), মুবিনুল হক (২২)। তারা ফিউশন ক্যাফের কর্মচারী।

খুলশী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হানিফ হোসাইন বলেন, ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ক্যাফের ভিতর আগুন লেগে যায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই দোকানের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।  

আগুনে দগ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ক্যাফের ম্যানেজার নিয়ে যান বলে জানিয়েছেন তিনি।  

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে ফিউশন ক্যাফের ম্যানেজার মো. গুলজারকে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video