সোমবার, ২০২৫ এপ্রিল ২৮, ১৪ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

পাহাড়তলীতে ২ যুবক খুন: মূলহোতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ মে ০৯, ০২:০৩ অপরাহ্ন
#
নিহত দুই যুবক

নগরের পাহাড়তলীর বিটেক মোড়ে ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্ত ইলিযাছসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ মে) রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

 পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার বাংলানিউজকে বলেন, ঘটনার পর রাতভর অভিযান পরিচালনা করে পুলিশ। মূল অভিযুক্ত ইলিয়াছকে চকরিয়া থেকে রাতেই গ্রেফতার করা হয়।

একটি হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে। মামলাটির বাদী নিহত এক যুবকের বাবা মনির হোসেন।

সোমবার (৮ মে) সন্ধ্যায় নারী সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত হন মাসুম (৩০) ও সবুজ (২০) নামে দুই যুবক। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video