নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : শুক্রবার, ২০২১ এপ্রিল ০২, ০৫:২৮ অপরাহ্ন
#
মুশফিকুল হাসান মাহিন ১৮ বছরের টগবগে কিশোর। সম্প্রতি সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। পড়ালেখা ও চলাফেরা নিয়ে তার পুলিশ পিতা মাঝেমধ্যে বকাঝকা করতেন। সেই বকাঝকার জের ধরে অভিমানে নিজ কক্ষে পিতার সরকারি পিস্তল দিয়ে নিজই নিজের বুকে চালিয়েছে গুলি। পরিণাম আত্মহত্যার মাধ্যমে তার জীবনের সমাপ্তি।
শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর এভাবেই আত্মহননের পথ বেছে নেয় মাহিন নামের এ কিশোর। সে সিএমপির খুলশী থানার এসআই মমিন উদ্দীনের ছেলে। এস মমিনের গ্রামের বাড়ি নোয়াখালী হলেও তারা আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সিএমপির সিনিয়র সহকারি কমিশনার (পাহাড়তলী) আরিফুল ইসলাম বলেন, ‘সদ্য এসএসসি পাস করা মাহিনকে তার পিতা চলাফেরা নিয়ে বকা দেন। সে অভিমান করে সবাই জুমার নামাজে গেলে রুমের দরজা বন্ধ করে পিতার সরকারি পিস্তল দিয়ে নিজ বুকে একটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।’
তিনি আরও বলেন, ‘এখন সরকারি অস্ত্র দিয়ে একজনের মৃত্যু হওয়ায় এসআই মমিনের বিরুদ্ধে কি সিদ্ধান্ত আসে সেটা সিনিয়র স্যাররা সিদ্ধান্ত দিবেন৷ এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি হবে। ইতোমধ্যে আমরা গুলির খোসা, রক্তমাখা বেড বালিশ অস্ত্র জব্দ করেছি।’
আকবর শাহ থানার ওসি জহির উদ্দীন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ ঘটনার কারণ ও ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি।’
মন্তব্য করুন