শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

বন্দর নগরীতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিবে ‘হ্যালো ছাত্রলীগ’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ২১, ১২:৫৪ পূর্বাহ্ন
#
বন্দর নগরীর দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা দিতে ‘হ্যালো ছাত্রলীগ’ নামে একটি কার্যক্রম শুরু করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ সেবার উদ্বোধন করেন বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল। এ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করছেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ। জরুরি সেবা নিশ্চিত করতে হটলাইনে ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন ছাত্রলীগ নেতা রুবেল খান, নুরুল বশর বিপুল, রবিউল ইসলাম খুকু ও তানজিল বিন রফিক। হটলাইন নম্বরগুলো হলো- ০১৮২৮৫৭১০১০, ০১৮১১৬৫১৮২৭, ০১৮৫৭৯২০০২৪ এবং ০১৮২৫৩৫৯৩৯৫। ’ বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে করোনা মহামারিতে দরিদ্র অসহায় মানুষ অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম শুরু করেছি। নগরে অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে। সংকট রয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্সেরও। ছাত্রলীগের উদ্যোগে আজ থেকে নগরে এই অ্যাম্বুলেন্স সেবা প্রদান করবো। দুইটি অ্যাম্বুলেন্স রোগী পরিবহনের কাজে এবং একটি মরদেহ পরিবহনের কাজে ব্যবহৃত হবে। ’ এসময় উপস্থিত ছিলেন, ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ মনি, নগর ছাত্রলীগের সদস্য ওয়াহিদুল আলম, বায়েজিদ থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুবেল খান, আব্দুর রহিম জেকি, বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা তানজিলা বিন রফিক, পাচঁলাইশ থানা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম খুকু, নুরুল বশর বিপুল, ইমরান হোসেন প্রমুখ।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video