রবিবার, ২০২৫ মে ১১, ২৮ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

বর্ণাঢ্য আয়োজনে বায়েজিদ থানার বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২২ জানুয়ারী ০৫, ১২:২৫ পূর্বাহ্ন
#

কেক কাটা এবং শিক্ষাসামগ্রী-শীতবস্ত্র বিতরণের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন ওয়ার্ড শাখা। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড এলাকায় কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রিদুয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আসম মঈনুল ইসলাম মনি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ফারুক, শাহজাহান সাজু, মুছা সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অভি বনিক, ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিমাই দাস, আরিফুল ইসলাম আরিফ, ফয়সাল হাসান নওশাদ ও সাকিব হোসেন সাওয়াদ।

এরপর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড এলাকায় কেক কাটা এবং শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ড ছাত্রলীগের নেতা আসিফ মোহাম্মদ, রবিউল ইসলাম আরিফ, মাহিদ, সজিব, মহন, বাবু, দুরন্ত, সৈকত, রিফাত, দোলোন, আতিক, তানবীর, জয়, রাসেল।

একই সময়ে জালালাবাদ ওয়ার্ডের বটতল মসজিদ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-  ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুহাম্মদ ইব্রাহিম, আওয়ামী লীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য মুহাম্মদ সোলায়মান রুবেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দিদারুল আলম,
রুবেল খান, হেলাল উদ্দিন, রিপন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবেদ ইমন, জাহেদ হাসান টিপু, কাউসার আলম বাপ্পি, তারেক হোসেন বাপ্পি, রুমান আহমেদ ও ওয়াহিদ আরিফ প্রমুখ।

বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তারা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video