মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৬ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

বলিরহাটে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, আহত ৮ 

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৬, ১২:৫২ অপরাহ্ন
#

নগরের চান্দগাঁও থানাধীন বলিরহাটে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার এসআই রেজাউল করিম বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৮ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, গ্যাসের লাইনে লিকেজ হয়ে পাশের একটি সেমিপাকা ঘরের সেপটিক ট্যাংকে গিয়ে জমে বিস্ফোরিত হয়। এতে ওই সেমিপাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়াল ধসে ৮ জন আহত হন। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video