মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৫ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

বাজালিয়া ইউনিয়ন পরিষদের নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মার্চ ০৯, ০২:৪১ অপরাহ্ন
#

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের নব নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ১৩নং বাজালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই শহীদ মিনারের উদ্বোধন করেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী । 

বীর মুক্তিযোদ্ধা সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে জাতীর বীর সন্তানদের সম্মানে শহীদ মিনার নির্মিত হয় সেজন্য জাতীর জনক বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন।

এদিকে ১৩ নং বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত বলেন, আমি মনে করি আমার এই বাজালিয়া পরিষদের নির্মিত শহীদ মিনারের মত বড় সাতকানিয়ায় অন্য কোন ইউনিয়ন পরিষদে শহীদ মিনার নেই। হয়তো স্মৃতি স্তম্ভ থাকতে পারে, তাই এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়।

এসময় সাতকানিয়া সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ-সম্পাদক  মো: সেলিম, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি আজাদ সিকদারসহ বাজালিয়া ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডে সদস্যরা উপস্থিত ছিলেন।
 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video