বৃহস্পতিবার, ২০২৫ মে ১৫, ৩১ বৈশাখ ১৪৩২
#
মহানগর মহানগর

বিদেশে গেলে এ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতার শুনি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ সেপ্টেম্বর ১১, ০৩:২৬ অপরাহ্ন
#
ছবি : সংগৃহীত।

আমি নিজেও বিদেশে গেলে এ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতার শুনি। বাংলাদেশ বেতার এখন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে শোনা যায় । সকালে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেন এবং কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ একথা বলেন।

এসময় তিনি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। চট্টগ্রামের পর্যটনকে তুলে ধরে এবং পর্যটন শিল্পের উন্নয়নে অনুষ্ঠান নির্মানের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভার পরবর্তীতে বেতারের ৪ নং স্টুডিওতে আয়োজিত প্রেস কনফারেন্সের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বেতার চট্টগ্রামের অবিস্মরণীয় অবদানের  বিষয়ে বলেন “ এই চট্টগ্রাম কেন্দ্রের ট্রান্সমিটার ব্যাবহার করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান এই বার্তা পাওয়ার পর ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা বার্তাটি পাঠ করেন।

তিনি বেতারের বর্তমান কার্যক্রম তুলে ধরে বলেন, বেতার একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম। বেতার যেমন গভীর সমুদ্রে শোনা যায় তেমনি শোনা যায় পাহাড়ের চূড়ায়ও। যেখানে টেলিভিশন পৌঁছাতে পারে না সেখানে সহজেই বেতার শোনা যায়। তাই আমরা বেতারকে সবার কাছে পৌঁছে দিতে এ্যাপসের প্রচলন করেছি। চট্টগ্রাম বেতারকে আধুনিকায়নে এখানে ১টি নতুন ভবন প্রতিষ্ঠার জন্য প্রকল্প নেয়া হয়েছে যা এখন অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বেতারের ফ্রিকোয়েন্সি বাড়াতে কাজ করছি। এজন্য জায়গা নির্বাচন করা হয়েছে এবং প্রকল্প হাতে নেয়া হয়েছে যার মাধ্যমে চট্টগ্রাম বেতারের মধ্যম তরঙ্গ বিনা বাধায় আরো বিস্তৃত পরিসরে শোনা যাবে।

আয়োজিত প্রেস কনফারেন্সে উপিস্থত ছিলেন কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, আবাসিক প্রকৌশলী নিত্য প্রকাশ বিশ্বাস এবং উপ-বার্তা নিয়ন্ত্রক জাকির হোসেনসহ বেতারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video