রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
মহানগর মহানগর

মশার বিস্তার রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ অক্টোবর ১৫, ০৩:৩৮ অপরাহ্ন
#
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, যত্রতত্র অপরিস্কার, নোংরা আবর্জনা থাকা, মশার বংশ বৃদ্ধি প্রধান কারণ। মশার অত্যাচারে অতিষ্ট নগরবাসী। পরিষ্কার-পরিচ্ছনতা নিশ্চিত করণ সহ মশা বংশবৃদ্ধি করে এমন জায়গা চিহ্নিত করতে হবে। বাড়ীর আশ-পাশের ঝোঁপঝাড় পরিষ্কার রাখতে হবে। ডাবের খোসা ও বিভিন্ন পরিত্যক্ত টিন,বোতল ইত্যাদিকে ব্যবহারের পরে যেখানে সেখানে না ফেলে তা ধ্বংস করতে হবে। মশার লার্ভাকে ধ্বংস করতে পারলেই মশার অত্যাচার থেকে রেহাই পাওয়া সম্ভব। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে এসময় নগরবাসী উদ্দ্যেশে তিনি আরো বলেন, নির্বাচিত হলে মশক নিধন বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে নগরবাসী যাতে মশার অত্যাচার থেকে নিস্তার পায় সেজন্য মশার বিস্তার রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রাথী পূলক খাস্তগীরের উদ্দ্যেগে আয়োজিত মশার বিস্তার ঠেকাতে মশক নিধন কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদস্য দীপক ভট্টাচার্য, কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর,পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আবু মো: আফসার উদ্দীন চৌধুরী, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন শাহ, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তরনী সেন, রমাকান্ত দাশ ,ভক্ত দাশ, প্রকাশ লাল জৈন, নুর আহম্মেদ, ইসমাইল আজাদ, প্রবাল চৌধুরী মানু,অঞ্জন সিকদার, এডভোকেট শান্তুন রায় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video